ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ১৩:৪২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৮

পাকিস্তানের সুফি গানের শিল্পী রাহাত ফতেহ আলী খান। ভারতের রয়েছে তার ব্যপক গ্রহণযোগ্যতা ।  বাংলাদেশের গান পাগল মানুষদের কাছেও তিনি সমান জনপ্রিয়। বাংলাদেশী ভক্তদের গান শোনাতে ঢাকায় কনসার্টে গেয়েছেন রাহাত ফতেহ আলী।

সুফি গানের এই শিল্পী আবারও আসছেন বাংলাদেশে। আগামী নভেম্বরে ঢাকায় আসছেন তিনি। চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের আয়োজনে তিনি ঢাকায় আসছেন। প্রতিষ্ঠানটির কর্ণধার নিশ্চিত করেছেন সব ঠিক থাকলে নভেম্বরেই তাকে নিয়ে দেশে কনসার্ট হবে।

সংগীতের প্রখ্যাত মানুষ নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান। বলিউডের অসংখ্য ছবিতে তিনি প্লেব্যাক করেছেন।  ‘পাপ’, ‘ওমকারা’, ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘জান্নাত ২’, ‘হিরোইন’, ‘দাবাং’, ‘দাবাং ২’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সহ অসংখ্য ছবিতে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন রাহাত।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত