ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৩:০৭ |  আপডেট  : ২ মে ২০২৫, ১২:১০

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পুরো দল অবশ্য আসেনি। কিউইদের দুটি বহর পৌঁছেছে। বুধবার রাতে বাকিদের পৌঁছানোর কথা।এই বহরের সবার আজই সিলেট চলে যাওয়ার কথা। যেখানে দুদলের প্রথম টেস্টের ভেন্যু সিলেট। আগামী ২৮ নভেম্বর শুরু হবে টেস্টটি। ৬ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দল অবশ্য আজ রাতেই সিলেটের উদ্দেশে রওয়ানা হবে। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৩-২৫) শুরু করবে দুই দল। বাংলাদেশে নিউজিল্যান্ড টেস্ট খেলতে এসেছে ১০ বছর পর। ২০১৩ সালে তারা সর্বশেষ এখানে টেস্ট খেলেছিল।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত