ড্রেসিংরুমে ফরাসি ফুটবল দলের সদস্যদেরকে সান্ত্বনা দিলেন প্রেসিডেন্ট মাখোঁ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১৩:৪০ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর ফ্রান্সের জাতীয় ফুটবল দলকে সান্ত্বনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। খবর এনডিটিভির

গতকাল রোববার রাতে কাতারে বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। ম্যাচে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেন। টুর্নামেন্টে ৮ গোল করে তিনি গোল্ডেন বুট পেয়েছেন।ম্যাচটি হারার পর মাঠে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ফরাসি দলের সদস্যদের চোখেমুখে দেখা যায় হতাশা-বেদনার ছাপ।

পুরো ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেন ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ। খেলা চলাকালে তাঁকে নানা সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।ম্যাচ শেষে মাঠে নেমে পড়েন মাখোঁ। ভিডিওতে দেখা যায়, হতাশ এমবাপ্পেকে তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট তাঁর দেশের ফুটবল দলের ড্রেসিংরুমের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে দলের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়।টুইটারে পোস্ট করা ভিডিওটিতে একটি ক্যাপশন দিয়েছেন মাখোঁ। দলের সদস্যদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তোমাদের জন্য গর্বিত।’

পরাজয়ে বিধ্বস্ত ফরাসি জাতীয় ফুটবল দলের সদস্যদের সঙ্গে ড্রেসিংরুমে কথা বলতে দেখা যায় মাখোঁকে। আগের এক টুইটে ফরাসি প্রেসিডেন্ট বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানান।

একই সঙ্গে খেলায় ফরাসি খেলোয়াড়দের লড়াকু মনোভাবের প্রশংসা করেন তিনি। দলের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘তোমরা জাতি ও বিশ্বজুড়ে থাকা সমর্থকদের রোমাঞ্চিত করেছ।’

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত