ডেটিং

  জহির খান

প্রকাশ: ২০ মে ২০২১, ০৮:৫৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৪

আদর শুয়ে পড়ো ডান বাম কখনো উপুড়
অনুভূতি হও ব্যাথা নাও পাও
দিগবিদিক ছড়িয়ে ছিটিয়ে যাও- কথা

দেখো খুব করে সুখ আদর কি-হয় এইসব
ভুলে বসো কবিতা, ভুলে গেছিলাম হয়তো!

বসে থাকো উঠোন জুড়ে রঙ্গিন কাপড়
ফাঁকে দোয়েলের চোখ উঁকি দিয়ে দেখে নিক
বেসামাল শরীর, নিকটে আমাদের সম্পর্ক
ওয়াশরুমে চলে যাক ক্লান্ত হওয়ার কারণ
শাদা কালো দাগ গুলো লুকিয়ে রেখো
আয়নাগুলো ভেঙ্গে ফেলো কেউ না দেখুক
আর হ্যা শুনো ভাঙ্গা কাঁচে পা ফেলো খুব ধীরে

আমি চলে যাচ্ছি কি এমন ভাবো তুমি!

হয়তো আবার দেখা হবে এই সময় ঋষি ধ্যানে
ততোক্ষণ ভালো থেকো রেখো ভালোবেসো... 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত