ডেঙ্গুতে একদিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে,  প্রাণ ঝরল ৫ জনের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১৯:৩২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৮৫৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এক দিনে ডেঙ্গু আক্রান্ত হওয়ার রেকর্ড এটি।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ১৮১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৮৯০ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২২ হাজার ২৪০ জন রোগী।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত