ডিসি সম্মেলনের তারিখ নির্ধারণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:১৬

আগামী বছরের ২৪ জানুয়ারি জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।বুধবার (১৪ ডিসেম্বর) এরইমধ্যে সম্মেলনের তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এটাই এ সরকারের শেষ ডিসি সম্মেলন। সেই হিসেবে এ সম্মেলন বেশ গুরুত্ববহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সম্মেলনকে কেন্দ্র করে সব জেলার ডিসিদের কাছ থেকে প্রস্তাব নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তাবগুলো যাচাই-বাছাই হয়েছে। প্রস্তাবগুলো বই আকারে প্রকাশের প্রস্তুতি চলছে।

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে ৬৪ জেলার ডিসিদের কাছে প্রয়োজনীয় প্রস্তাব আহ্বান করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। ডিসিদের কাছ থেকে আসা সেসব প্রস্তাব এরইমধ্যে যাচাই-বাছাইও সম্পন্ন হয়েছে। এনিয়ে সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ঠিক আগে প্রস্তাবের তালিকা চূড়ান্ত হবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত