ডিশের তারে বিদ্যুৎ সংযোগ থাকায় তরুনের মৃত্যু

  আসাদুজ্জামান নবীন  টংগীবাড়ী ( মুন্সিগঞ্জ হতে)

প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ২১:২৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:১৪

মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ীতে ডিসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। আজ সকাল আট টায় টঙ্গীবাড়ীতে আপরকাঠি গ্রামে একটি ডোবা থেকে পানিতে ঘাস কাটার সময়  এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শরিফ শেখ(২৫)। তিনি আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি এলাকার মোঃশাজাহান শেখ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর পারে ঘাস কাটার সময় ডিস লাইনের তারের সাথে বিদূৎ স্পর্শে প্রান হারালো এই যুবক। মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোঃ শাজাহান শেখ এর তিন ছেলের এর মধ্যে শরিফ ই সবার ছোট। শরিফ মানব কল্যাণ সোসাইটির অর্থ সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত