ডিএসসিসির কাউন্সিলর জিন্নাত আলী মারা গেছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ জুলাই ২০২১, ১৩:৪৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত আলী মারা গেছেন (​ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর বিজিবি ৫ নম্বর ফটকে (গেট) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার (৩ জুলাই) তিনি কিডনি সংক্রান্ত জটিলতা নিয়ে বিআরবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া তিনি লিভারসিরোসিস, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত