ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল এনবিএল সিকিউরিটিজ লিমিটেড

  প্রেস রিলিজ

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১৬:৪৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭

এনবিএল সিকিউরিটিজ লিমিটেড সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফিক্স (ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ) সার্টিফিকেশন অর্জন করেছে। এতে করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহার করে বিনিয়োগকারীদের জন্য আরও সহজে লেনদেন করার সুযোগ সৃষ্টি করতে পারবে প্রতিষ্ঠানটি।

 সার্টিফিকেশন অর্জন করার আগে গত ১১ ও ১৪ জুন বিভিন্ন টেস্ট পরিচালনা করা হয়। এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে এই সার্টিফিকেশন প্রদানের আগে ইউজার এক্সেপটেন্স টেস্টিং ও আরও কিছু সামঞ্জস্যপূর্ণ যাচাই-বাছাই করা হয়। এসমস্ত টেস্টিং কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করেছে এনবিএল সিকিউরিটিজ। এই পরিপ্রেক্ষিতে গত ০৪ জুলাই এনবিএল সিকিউরিটিজ ডিএসইর ফিক্স সার্টিফিকেট অর্জন করেছে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত