ডাসারে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা, সাংবাদিকসহ আহত ৫
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ১৯:১৯ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৭
মাদারীপুরের ডাসার ইউপি নির্বাচনে (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী সবুজ কাজী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী রেজাউল করিম ভাসাই শিকদার ও তার সমর্থকদের বিরুদ্ধে।এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ৪জন সমর্থকসহ মাদারীপুরের এক নারী সাংবাদিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের কমলাপুর বাজারে এ ঘটনা ঘটে।
ডাসার ইউনিয়ন পরিষদের (মোটরসাইকেল মার্কা) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাজি জানান, ‘আজ সকালে ১০ দিকে ১টি মোটরসাইকেলে আমার ভাই ও দুইজন সমর্থকদের নিয়ে ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জন্য বের হয়।প্রচারণাকালে কমলাপুর বাজারের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা নৌকা প্রার্থীর সমর্থকরা আমার ভাই ও আমার সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।এ সময় আমাকেসহ আমার সমর্থকদের রড, লাঠি ও বাটাম দিয়ে মারপিট শুরু করে।এ সময় আমরা জীবনের ভয়ে সেখান থেকে পালিয়ে যাই।এ সময় নৌকা সমর্থকের লোকজন আমাদের ১টি মোটরসাইকেল ভাঙচুর করে।এ ঘটনায় আমাদের ৪জনসহ মাদারীপুরের এক নারী সাংবাদিক আহত আহত হয়েছেন।’
ওই প্রার্থী আরও জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে অবহিত করি থানার ওসিকে বিষয়টি আমি জানিয়েছি।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কয়েকটি বাড়ি তল্লাশি করে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছি এবিষয়ে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত