ডাসারে বিদ্যালয়ের চারতলা নতুন ভবন উদ্বোধন করলেন এম.পি গোলাপ

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৭

মাদারীপুরের ডাসার উপজেলার এ.কে.ডি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমী ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই কোটি ৩৮লক্ষ্য টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ। 

এদিকে ভবন উদ্বোধন শেষে ডাসার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ডাসার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে দর্শনা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন মাসুদের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আইনজীবি নৃপেন বৈদ্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বশার, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বশার, মৎস্য জীবিলীগের সভাপতি মোঃ শাহাদাত সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামীন খান, সাধারন সম্পাদক শাহীন ফকির ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরদার লিখন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত