ডয়চে ভেলের সম্প্রচার বন্ধ করল রাশিয়া
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৪ | আপডেট : ৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাল্টা-পাল্টি অবস্থান নিয়েছে রাশিয়া-জার্মানি। জার্মানিভিত্তিক টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলের সম্প্রচার কার্যক্রম রাশিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে।
রাশিয়া টুডে টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম জার্মানিতে বন্ধ করার পর পাল্টা জবাবে এই উদ্যোগ নিয়েছে দেশটি। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ডয়চে ভেলের সম্প্রচার কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। একইসঙ্গে রাশিয়ার ভূখণ্ডে টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য যেসব যন্ত্রপাতি ও স্যাটেলাইট বসানো ছিল সেগুলো ফেরত পাঠানো হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, এখন থেকে ডয়চে ভেলের মস্কো ব্যুরোর কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে সেখানে কর্মরত সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছে।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার টেলিভিশন চ্যানেল নিষিদ্ধের সঙ্গে জড়িত জার্মান কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা দেবে মস্কো, যাতে তারা রাশিয়ায় প্রবেশ করতে না পারেন। প্রসঙ্গত, জার্মানির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলে পৃথিবীর ৩০টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে থাকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত