ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ১০:৪৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০০

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া পাঁচজনের কারোরই পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সোমবার (৮ জুলাই) দীর্ঘ অপেক্ষা শেষে রাত আনুমানিক ১০টায় তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে রাত আনুমানিক ১২টায় নরসিংদী রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই শহীদুল্লাহ্। 

তিনি বলেন, গতকাল আনুমানিক ভোর পৌনে ছয়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চিটাগং মেইল ট্রেনে কাটা পড়ে একসঙ্গে পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর একটি দল দীর্ঘ প্রচেষ্টা করেও তাদের মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। রাতে হাসপাতালে নেওয়ার পর ঢাকা থেকে আসা সিআইডি দলও চেষ্টা করে নিহতদের পরিচয় শনাক্তে ব্যর্থ হয়। ময়নাতদন্তের পর মরদেহগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাত আনুমানিক ১২টা নাগাদ নরসিংদী রেলওয়ে কবরস্থানে মরদেহগুলো দাফন সম্পন্ন করা হয়।

এসআই শহীদুল্লাহ্ব বলেন, সারাদিন বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারের পরও তাদের পরিচয় পাওয়া যায়নি।   

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত