ট্রাম্পের ছেলে-মেয়েকে আদালতে তলব

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ১২:৫৭ | আপডেট : ৩ মে ২০২৫, ১৩:২৬

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র ও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে তলব করেছেন নিউইয়র্কের একটি আদালত।
নিউইয়র্ক আদালতের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের দুই সন্তানের ব্যবসায়ী সংক্রান্ত নথি চেয়ে তাদের তলব করেছেন। খবর আনাদোলুর।
সোমবার মার্কিন গণমাধ্যমগুলো ট্রাম্পের সন্তানদের আদালতে হাজির হওয়ার নির্দেশের খবর প্রকাশ করে।
এর আগেও তাদের সম্পদের তথ্য চেয়ে একাধিকবার তলব করেন আদালত। কিন্তু তারা হাজির হননি। এবারও ট্রাম্প জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন।
উল্লেখ, টেক্স ফাঁকি দিতে সম্পদের বিবরণীতে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে ট্রাম্প ও সন্তানদের বিরুদ্ধে অভিযোগ বহুদিনের পুরনো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত