টোকিও অলিম্পিক: আর্চারির একক ইভেন্টের শেষ ষোলোতে রোমান সানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১১:৫০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২২

রোমান সানাকে ঘিরে স্বপ্ন দেখার শুরুটা হলো দুর্দান্ত। অলিম্পিকে পদকহীন বাংলাদেশের আশার আলো এই রোমান সানা। টোকিও অলিম্পিকে তার শুরুটাও হয়েছে দুর্দান্ত।

আর্চারি রিকার্ভ একক পুরুষ ইভেন্টে প্রথম রাউন্ডে দেশ সেরা আর্চার রোমান সানা লড়েছে গ্রেট ব্রিটেনের টম হলের বিপক্ষে। ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে বাংলার এই তীরন্দাজ হারিয়েছে ৭-৩ সেট পয়েন্টে।

টম হল-রোমানের লড়াই জমে ওঠে দারুণভাবে। রোমান ১৫টি তীরের মধ্যে ৬টিতেই পান পূর্ণ ১০ পয়েন্ট।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত