টেস্টের নেতৃত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১০:৫০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭
নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। তিন ফরম্যাটেই তিনি ছিলেন দলের নেতা। অবশেষে একটি ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিলেন কেন উইলিয়ামসন। জানিয়ে দিলেন, আর টেস্টে অধিনায়ক থাকছেন না।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে লাল বলে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম ল্যাথাম। তবে টেস্টে নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অধিনায়ক থাকছেন উইলিয়ামসন।
উইলিয়ামসনের অধীনে গত বছর ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। নিয়মিতই ভালো করেছে দল। তারপরও এখন একটি ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেওয়াকেই সঠিক সিদ্ধান্ত মনে করেছেন তিনি।
এ প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। তবে অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই জীবনের এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমি এ বিষয়ে আমি আলোচনা করেছি। দুপক্ষই অনুভব করেছি সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য ঠিকঠাক হবে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত