টেপামধুপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী রাশেদুলের মতবিনিময় সভা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১৯:৪৭ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:০৫
কাউনিয়া উপজেলার ৬নং টেপামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ রাশেদুল ইসলামের পক্ষে গণজোয়ার উঠেছে। গত বুধবার তার পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
হাজার হাজার নেতা কর্মী সমর্থকের সামনে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম। সভায় অনান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ হোসেন আলী, আওয়ামীলীগ নেতা নুর নবী তালুকদার, শাখাওয়াত খাঁ, শহিদুল ইসলাম, জসমত আলী, আনোয়ার হোসেন, ওসমান গনি,যোগেশ চন্দ্র প্রমূখ।
বক্তাগণ বলেন তৃণমূলের নেতা কর্মীদের মতামতের গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় নেতারা মাঠ জরিপ না করে, জনপ্রিয়তা না দেখে, জনগণের চাওয়া পাওয়া কে উপেক্ষা করে,জনপ্রিয়তা নাই এমন একজন কে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। আমরা মাঠে ছিলাম এবং মাঠে থাকবো, রাশেদুল ভাইকে জয়ের মালা পড়িয়েই আমরা ঘরে ফিরবো। তারা আরো বলেন কোন সংঘাত নয় জনগণের ভালবাসার ভোটে আমরা জয় লাভ করতে চাই এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি এমপি কে এই আসন উপহার দিতে চাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত