টেপামধুপুরে ব্র্যাকের উদ্যোগে কম্বল বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:০১ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮

ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়ন শাখার আওতায় বিশ্বনাথ গ্রাম সামাজিক শক্তি কমিটির সহযোগিতায় অতিদরিদ্র ২০২ জন সদস্যর মাঝে  শীতবস্ত্র, মশারী এবং স্কুল ব্যাগ বিতরণ করা হয়।  

সোমবার বিতরণ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেপামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম,  বিশ্বনাথ গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, রংপুর আঞ্চলিক অফিসের কর্মকর্তা নাসির উদ্দীন। বক্তব্য রাখেন টেপামধুপুর শাখার শাখা ব্যবস্থাপক সোহরাব আলী এবং শাখার সকল কর্মী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত