টেপামধুপুরে অগ্নিকান্ডে ২০লাখ টাকার মালামাল পুড়ে ছাই

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১১:০৪ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:১৩

কাউনিয়া উপজেলার ঐতিহ্যবাহী বৃহত টেপামধুপুর হাটে অগ্নিকান্ডে হার্ডওয়্যার ও তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার একটু আগে। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। 

সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে শুক্রবার সন্ধ্যার আগে হঠাৎ করে মধুপুর হাটের স্বপন কুমার সরকারের মা হার্ডওয়্যারের গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে হার্ডওয়্যারের দোকান, গোডাউন এবং আঃ সমাদ এর তুলার গুদামসহ মালামাল পুড়ে যায়। পরে কাউনিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক জানান খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

 

ই 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত