টেক্সাসে লরি থেকে ৪৬ অভিবাসীর মরদেহ উদ্ধার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৯:৪৯ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্তনিও এলাকা থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা অভিবাসী ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী লরি থেকে ১৬ জনকে মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় অনেকে জরুরি ভিত্তিতে সহযোগিতা চাইছেন। স্থানীয় কেস্যাট টিভি চ্যানেল জানায়, গাড়িটি সান অ্যান্তনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল ট্র্যাকের পাশ থেকে শনাক্ত করা হয়। 

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সান অ্যান্তোনিও পুলিশ বিভাগ এ ঘটনায় পর ওই লরির চালককে খুঁজছে। যিনি পলাতক রয়েছেন। 

টেক্সাসের সান অ্যান্তোনিও শহর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বর্ডার থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। 

টেক্সাস গভর্নর গ্রেজ অ্যাববট, এমন মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেন, উন্মুক্ত বর্ডার নীতি থাকার কারণে আজ এ মৃত্যুর ঘটনা ঘটেছে। 

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের মৃত্যু হয়েছে তারা কোন দেশের তা এখনও জানা যায়নি। তবে কী কারণে এতগুলো লোকের মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে শরীরে পানি শূন্যতার কারণে হয়ত তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ টেক্সাসের তাপমাত্রা এখন ৩৯.৪ ডিগ্রিতে রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত