টুঙ্গিপাড়ায় পতিত জমিতে চাষ, সবজি এলো গণভবনে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৩, ১১:১৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৪০

ছবি: ফোকাস বাংলা

তিন মাস আগে (৭ জানুয়ারি, ২০২৩) টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের পূর্বের বিলে অনাবাদি পৈত্রিক জমি পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হানিা। তখন তিনি জলাভূমির অন্তর্গত ওই অঞ্চলের জমিগুলোতে ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষের নির্দেশনা দিয়েছিলেন। একই সঙ্গে বার বার দেশবাসীকেও আহ্বান জানান সব অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনতে।

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পৈত্রিক পতিত জমিতে চাষ করা শাকসবজি এলো গণভবনে

শুধু আহ্বান জানিয়েই বসে থাকেননি প্রধানমন্ত্রী। তাঁর তত্ত্বাবধানে টুঙ্গিপাড়ার অনাবাদি ও জলাভূমিতে নিমজ্জিত জমিতে চাষাবাদ করা হয়। তিন মাসের মধ্যে পতিত জমি ভরে ওঠে ফুলে-ফলে-ফসলে। টুঙ্গিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল বুধবার (৫ এপ্রিল) গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী তা পরিদর্শন করেন। এ সময় তিনি মুঠোফোনে টুঙ্গিপাড়ায় চাষাবাদের তিনটি ভিডিওচিত্র সবাইকে দেখান।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত