টি-টোয়েন্টির উন্মাদনা তরুণ ক্রিকেটারদের ধ্বংস করে দিচ্ছে
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৬ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটের কারণে তরুণরা ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতে পারছে না। ভারতের পশ্চিমবঙ্গের অ্যাডামাস বিশ্ববিদ্যাল থেকে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন লয়েড। সেখানেই এই মন্তব্য করেন তিনি।
অধিনায়ক হিসেবে ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিন(১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩) ফাইনাল খেলা লয়েড বলেন ‘আমি আগেও বলেছি এবং আবারও বলছি, টি-টোয়েন্টি হলো প্রদর্শনী আর টেস্ট ক্রিকেট হলো পরীক্ষা। আমাদের তরুণদের অভ্যাস হলো বল মেরে মাঠের বাইরে পাঠানো, যেন কোথাও চুক্তিবদ্ধ হতে পারে। এটা আমার অপছন্দ।’
তরুণ ক্রিকেটারদের বড় করে তোলার সংস্কৃতি নিয়েও কথা বলেন তিনি। লয়েড বলেন, ‘আমি সেই সময়ে ফিরে যেতে চাই, কোথাও সফরে গিয়ে যখন তরুণদের বেড়ে ওঠার পথটাও করে দেওয়া হতো। এখন সেটি সম্ভব নয়। ইংল্যান্ড সফরে গেলে দুই ধরনের খেলা হয়্তটেস্ট ও ওয়ানডে এবং তারপর সফর শেষ...তারা (তরুণ) দেশটা সম্বন্ধে কিছু শেখে না। আর এ কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতে ক্রিকেট কীভাবে খেলতে হয়, সে বিষয়ে তারা কিছুই শেখার সুযোগ পায় না।’ তিনি আরও বলেন, ‘এটা (টি-টোয়েন্টি লিগ) রোমাঞ্চকর ব্যাপার। আমি চাই না এটার জন্য টেস্ট ক্রিকেট জায়গা হারাক।
এটা সত্য যে এসব কারণে (ফ্র্যাঞ্চাইজি লিগ) ক্রিকেটারদের জীবন আরেকটু সচ্ছল হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেট এখনো গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা আরও বেশি এই সংস্করণ দেখতে পাব।’
লভ্যাংশ বণ্টনের ব্যবস্থা নিয়ে আইসিসির সমালোচনাও করেন লয়েড। তিনি বলেন, ‘আমি মনে করি, সবার সবকিছুর সমান ভাগ পাওয়া উচিত। ইংলিশ প্রিমিয়ার লীগের দিকে তাকান, ম্যানচেস্টার ইউনাইটেড কি লিভারপুলের চেয়ে বেশি পায়? আর্সেনাল কি চেলসির চেয়ে বেশি পায়? না, তারা সমান ভাগ পায়। সবার সমান ভাগ পাওয়া উচিত। হ্যাঁ, নেতৃত্বে থাকলে হয়তো কিছু বেশি পেতে পারে...তাই বলে তিনটি দেশ মিলে বাকিদের অগ্রাহ্য করবে, সেটা অনুচিত।’
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত