টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৯:৫২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা বিরতিতে ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। স্বেচ্ছা বিরতিে সময় শেষ না হতেই এবার বিদায় বলে দিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজের এ ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বলেন, ‍“আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।”

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন টাইগারদের ওপেনিং ব্যাটার তামিম ইকবাল। এরপর ইনজুরি থেকে ভালো হয়ে মাঠে ফিরলেও নতুনদের সুযোগ দেওয়ার কথা বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছয় মাসের জন্য স্বেচ্ছা বিরতিতে যান তামিম ইকবাল। সেই বিরতির মেয়াদ শেষ না হতেই এবার জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে আর মাঠে নামবেন না তিনি।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে আন্তর্জাতিক অঙ্গনে তামিম ইকবাল মোট ৭৮টি ম্যাচ খেলেছেন। সেখানে একটি সেঞ্চুরি ও ৭টি ঞাফ-সেঞ্চুরিসহ ব্যাট হাতে রান করেছেন ১ হাজার ৭৫৮।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত