টি-টেনে মোস্তাফিজ-তাসকিন দল পেলেও নেই তামিম ইকবাল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৩

সোমবার আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টায় ড্রাফট শুরু হয়। যেখান বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৪ ক্রিকেটার। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বাংলা টাইগার্সের আইকন হিসেবে দলে জায়গা করে নেন সাকিব। তাই এবারের টি-টেন লিগে দেখা যাবে পাঁচ বাংলাদেশিকে।

ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে টাইগারদের টি-টোয়েন্টির সহ অধিনায়ক নুরুল হাসান সোহান সবার আগে দল পান। তাকে দলে নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল বাংলা টাইগার্স। এরপরই ইমার্জিং ক্যাটাগরি থেকে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভেড়ায় বাংলা টাইগার্স। প্রথমবারের মতো টি-টেন লিগে দল পান সোহান ও মৃত্যুঞ্জয়।

ক্যাটাগরি ভিত্তিক নিলাম শেষদিকে অপশনাল পিক থেকে টাইগারদের বাঁহাতি পেসার মোস্তাফিজকে দলে ভেড়ায় টিম আবুধাবি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসরে প্রথমবারের মতো খেলবেন মোস্তাফিজ। অপশনাল ডাক থেকে বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ডেকান গ্ল্যাডিয়েটার্স। প্রথমবার এই দলে ডাক পেলেন তাসকিন। আগের আসরে বাংলা টাইগার্স তাকে দলে নিলেও ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি। এবার প্রথম দেখা যেতে পারে এই পেসারকে।

টি-টেনের ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নাম লেখান তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, আল আমিন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, আল আমিনদের নিয়ে কোনও আগ্রহ দেখায়নি দলগুলো।

আগামী ২৩ নভেম্বর শুরু হবে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর। ৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে অনুষ্ঠিত হবে ফাইনাল। গত আসর পর্যন্ত ৬টি দল অংশ নিলেও এবার এতে অংশ নেবে মোট ৮টি দল। আগের ৬ দল বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লী বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স ও টিম আবুধাবির সঙ্গে এবার দেখা যাবে মরিসভিলা স্যাম্প আর্মি ও নিউইয়র্ক স্ট্রাইকার্সকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত