টিসিবির পণ্য বিক্রির মেয়াদ আরও বাড়লো
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১০:৫৪ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০২:৪৫
সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির মেয়াদ বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ৬ অক্টোবর থেকে চলা টিসিবির ট্রাকসেল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শেষ হওয়ার কথা ছিল।
তবে ক্রেতাদের কথা বিবেচনা করে এ কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। টিসিবির মুখপাত্র মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন।
বাজারে চাহিদার কথা বিবেচনা করে বিক্রি কার্যক্রমের এ মেয়াদ বাড়ানো হয়। এই সময়ে আগের দামেই সব পণ্য বিক্রি হবে। বাজার পরিস্থিতির বিবেচনায় নভেম্বর মাসে টিসিবির নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালু থাকতে পারে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত