টিপু হত্যা মামলায় মাস্টারমাইন্ড মুসা রিমান্ডে
প্রকাশ: ১০ জুন ২০২২, ১৯:৫৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:১৬
আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজশিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যায় মূল সন্দেহভাজন সুমন শিকদার ওরফে মুসাকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা রিমান্ডের এই আদেশ দেন।
জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে ১৫ দিন রিমান্ড চান। শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে ঢাকা মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেন, ‘প্রাথমিকভাবে মুসা ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১৫ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘এ হত্যাকাণ্ডে মুসা ছাড়াও আর ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কারাগারে আছেন।’
গত ২৪ মার্চ রাত সোয়া ১০টায় দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরিন প্রীতি নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
আলোচিত এ হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত