টিপু হত্যাঃ মাস্টারমাইন্ড মুসাকে ওমান হতে ঢাকায় আনা হয়েছে
প্রকাশ: ৯ জুন ২০২২, ১১:০০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩
রাজধানীর শাহজানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যায় নেতৃত্ব দেয়া মূল পরিকল্পনাকারী সুমন শিকদার ওরফে মুসাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে রয়েল ওমান পুলিশ।
মুসাকে নিয়ে আসা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মুসাকে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের তিন সদস্যের এসকর্ট টিম ওমান থেকে থেকে মুসাকে নিয়ে আসেন।
মুসাকে ওমানে আটক করার পর দুদেশের কূটনৈতিক সমঝোতায় তাকে ফিরিয়ে আনতে ওই দেশে যান পুলিশের এসকর্ট টিম। মুসা প্রথমে দুবাই পালিয়ে যান, সেখান থেকে যান ওমানে। ইন্টারপোলের দেয়া তথ্যে গত ১৭ মে মুসাকে গ্রেফতার করে ওমান পুলিশ। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়, ডিবি ও এনসিবির তৎপরতায় মুসাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, মতিঝিল এলাকায় দলীয় ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিও (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত