ঢাকা-শিবচর-ভাঙ্গা-রাজবাড়ি রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধন করলেন রেল মন্ত্রী, চীফ হুইপ ও সংসদীয় কমিটির সভাপতি
টিকিট কেটে রেলে উঠলেন রেলমন্ত্রী ও চীফ হুইপ
প্রকাশ: ৪ মে ২০২৪, ১৭:৪৪ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪
পদ্মা পাড়ের শিবচর-ভাঙ্গা তথা ৫ জেলার মানুষের জন্য শনিবার নতুন সুখবর যুক্ত হতে হলো রেল যোগাযোগ ক্ষেত্রে। শনিবার দুপুরে নতুন একটি ভাঙ্গা কমিউটার ট্রেন উদ্বোধন করবেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও রেল মন্ত্রী জিল্লুল হাকিম। উদ্বোধনের দিন ট্রেনটি ১২টার দিক শিবচর স্টেশন থেকে ছেড়ে ঢাকার কমলাপুর যায়। শনিবার বেলা ১২ টার দিক শিবচর স্টেশনের সামনে উদ্বোধক হিসেবে কমিউটার ট্রেনটি উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী সভাপতিত্বে এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডা: মো: সেলিম, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেল মন্ত্রী ,চীফ হুইপসহ অতিথিরা টিকিট কেটে ট্রেনটিতে যান । সেখানে গিয়ে ফিতা কেটে বাশি বাজিয়ে ট্রেনটি ছাড়েন।
অনুষ্ঠানের উদ্বোধক চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, একসময় এখানে ৭টি ফেরি পার হয়ে আসতে হতো। এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে দেশের সেরা মহাসড়ক এখানে হয়েছে। সরকারের ঢাকার অদূরে পরিকল্পিত নগরায়নের দিকে আমরা এগিয়ে নিচ্ছি এই এলাকা।
প্রধান অতিথি রেল মন্ত্রী জিল্লুল হাকিম বলেন , ভাঙ্গা হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন নির্মান করা হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লাইনে আরো একটি নতুন কোচ ভাঙ্গা পর্যন্ত দেব আমরা। এ বছরের জুলাইয়ে যশোর পর্যন্ত রেললাইন চালু করা হবে।
উল্লেখ্য, এই ট্রেনটি প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে শিবচর স্টেশন , পদ্মা স্টেশন পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে ৯টার মধ্যে ঢাকার কমলাপুর পৌছাবে। এরআগে এই ট্রেনটিই রাজবাড়ি থেকে ছেড়ে আসবে ভোর ৫টায়। সন্ধ্যা ৬টায় ট্রেনটি কমলাপুর থেকে আবারো একইরুটে ফিরে আসবে। কর্মজীবী যাত্রী ও শিক্ষার্থীরা এই ট্রেনটিতে চড়ে ¯^ল্প খরচে বাড়ি থেকে যাতায়াত করতে পারবেন। এই ট্রেনে শিবচর থেকে ভাড়া ২শ ৫টাকা, ভাঙ্গা থেকে ২শ ২৫ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে। ৫ মে রবিবার থেকে কমিউটার ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে ৭টা ৩৮ মিনিটে শিবচর স্টেশন থেকে ও শিবচরের পদ্মা স্টেশন থেকে ৭টা ৪৯ মিনিটে ছেড়ে পদ্মা সেতু হয়ে সকাল ৯টার আগে ঢাকার কমলাপুর স্টেশন পৌছাবে। এই ট্রেনটি এরআগে ভোর ৫টায় রাজবাড়ি স্টেশন থেকে ছেড়ে সাড়ে ৫টায় ফরিদপুর পৌছে ভোর ৬টা ১৫ মিনিটে ভাঙ্গায় পৌছাবে। একইভাবে এই ট্রেনটি সন্ধ্যা ৬ টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ৭টা ১মিনিটে পদ্মা স্টেশন সন্ধ্যা, ৭টা ২৫ মিনিটে শিবচর স্টেশন পৌছে ভাঙ্গায় পৌছাবে ৮টায় ।এরপর ট্রেনটি রাত ৮টা ৩৮মিনিটে ফরিদপুর পৌছে রাত সাড়ে ৯টায় রাজবাড়ি পৌছাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত