টিকিট কিনে ট্রেনে রামুতে পৌঁছালেন প্রধানমন্ত্রী

  কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১৪:১৪ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:০২

কক্সবাজার আইকনিক রেলস্টেশন উদ্বোধন শেষে কক্সবাজার থেকে ট্রেন যাত্রা করে রামুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হেলিকপ্টার যোগে মহেশখালী উপজেলার মাতারবাড়ি যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে, সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। ১১টা ২৫ মিনিটে আইকনিক রেল স্টেশন এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে রাখাইন নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের তরুণী দল। নৃত্য শেষে প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।


প্রসঙ্গত, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য ২০১০ সালের ৬ জুলাই দোহাজারী-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত