টিকা রফতানির কোনও নিশ্চয়তা নেই: ভারতের সিরাম ইন্সটিটিউট
প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ২১:১৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১০
ভারতের কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধির জন্য সাড়ে চার হাজার কোটি রূপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কোভিশিল্ড উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট বলেছে, তারা সরকারি সহায়তার অপেক্ষা না করে ব্যাংক ঋণ নিয়েছে। বুধবার (২১ এপ্রিল) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ইন্সটিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছেন, এই মুহূর্তে তারা জাতির প্রয়োজনকে অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেছেন, টিকা রফতানির কোনও নিশ্চয়তা নেই। এই মুহূর্তে আমরাও মনে করছি, এমন সংক্রমণের সময়ে আগামী দুই মাসের মধ্যে আমাদের রফতানির দিকে তাকানো উচিত হবে না। হতে পারে জুন-জুলাইয়ে আমরা আবারও সামান্য পরিমাণে টিকা রফতানি শুরু করতে পারি।
পুনাওয়ালা সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে উদ্দেশ্য করে একটি টুইট করেন। এতে ভারতে ভ্যাকসিন তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। পুনাওয়ালা বলেন, মার্কিন সরকার মিডিয়ার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। আমরা তাদের রিপোর্ট দেখেছি যে তারা সমস্যাটিকে স্বীকৃতি দেয় এবং বোঝে। এটি আমাদের দামকে প্রভাবিত করবে না কারণ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিকল্প সরবরাহকারী পেতে পারি, তবে এটি আরও বেশি সময় নিচ্ছে।
ভারতে আগামী ১ মে থেকে নতুন ধাপে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। এ পর্যায়ে ১৮ বছরের বেশি বয়সী সবাইকেই টিকা দেয়া হবে। সেক্ষেত্রে প্রতি মাসে দেশটির আরও ২০ লাখ ডোজ বেশি প্রয়োজন পড়বে। তবে সিরামের জন্য সেই চাহিদা পূরণ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত