টিকার বুস্টার ডোজ স্থগিত রেখে গরিবদের বাঁচান: ডব্লিউএইচও
প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ০৯:১৪ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৭
করোনার টিকার বুস্টার ডোজ আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যন্ত স্থগিত রেখে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই আহ্বান জানান।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচও প্রধান তেদরোস বলেছেন, বুস্টার ডোজ স্থগিত রাখলে এই সময়ের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।
ইসরায়েল ও জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের মধ্যে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু তেদরোস সতর্ক করে বলেছেন, এতে গরিব দেশগুলো টিকাদানের বাইরে থেকে যাবে।
ডব্লিউএইচওর তথ্যমতে, উন্নত দেশগুলোতে টিকাদানের হারে অনেক বেশি হলেও নিম্ন আয়ের দেশগুলোতে এখন পর্যন্ত প্রতি ১০০ জনের মধ্যে মাত্র দেড়জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। টিকা সরবরাহে ঘাটতি থাকায় দেশগুলো টিকা দিতে পারছে না।
তেদরোস বলেছেন, এখন টিকা সরবরাহের পরিস্থিতি বিপরীতমুখী হওয়া উচিত। টিকার বেশির ভাগ নিম্ন আয়ের দেশগুলোতে সরবরাহ করা উচিত। তিনি আরও বলেন, ‘করোনার ডেলটা ধরন থেকে নিজের দেশের জনগণকে বাঁচাতে সব সরকারের উদ্বেগের বিষয়টি আমি বুঝি। কিন্তু আমরা ওই সব দেশকে মেনে নিতে পারি না যারা ইতিমধ্যে টিকার বৈশ্বিক সরবরাহের অধিকাংশই ব্যবহার করেছে।’
টিকাদানের ক্ষেত্রে ধনী ও গরিব দেশগুলোর মধ্যে ব্যবধান কমিয়ে আনার জন্য এই আহ্বান ডব্লিউএইচওর গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। জাতিসংঘের এই সংস্থাটি আগামী মাসের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু টিকাদানের বর্তমান যে অবস্থা তাতে ওই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কাই বেশি। যেমন, হাইতি ও ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর নাগরিকদের কেউই এখনো দ্বিতীয় ডোজ টিকা পাননি।
করোনার টিকাদানের হালনাগাদ তথ্য প্রদানকারী বৈশ্বিক ওয়েবসাইট আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্যমতে, এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় মোট জনসংখ্যার মাত্র ৭ দশমিক ৯ শতাংশ নাগরিক পূর্ণ ডোজ টিকা পেয়েছে। কিন্তু দেশটিতে সম্প্রতি ডেলটা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনার নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে ইসরায়েলে ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। জার্মানি গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে, নাগরিকদের মডার্না ও ফাইজার টিকার তৃতীয় ডোজ শিগগিরই দেওয়া শুরু করবে তারা। আগামী সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে ঝুঁকিপূর্ণ কয়েক লাখ মানুষকে বুস্টার ডোজ টিকা দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার।
যুক্তরাষ্ট্র এখনো জনসমক্ষে বুস্টার ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানায়নি। তবে হোয়াইট হাউস গতকাল বুধবার বলেছে, যুক্তরাষ্ট্রের সব নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেওয়ার পাশাপাশি বিদেশে সরবরাহ করার মতো পর্যাপ্ত টিকা তাদের রয়েছে।
গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করতে ধনী দেশগুলোর প্রতি তেদরোসের আহ্বান এটাই প্রথম নয়। গত মে মাসে তিনি শিশু ও কিশোর–কিশোরীদের টিকা না দিয়ে, সেগুলো গরিব দেশগুলোতে সরবারাহ করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত