টার্গেট আর্থিক প্রতিষ্ঠান থেকে অবসরে যাওয়া ব্যক্তিরাই 

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ১৬:৫৫ |  আপডেট  : ৪ মে ২০২৫, ১৬:৪৮

টার্গেট আর্থিক প্রতিষ্ঠান থেকে অবসরে যাওয়া ব্যক্তিরা। মোটা বেতনের চাকরির টোপ দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। রাজধানীতে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। অন্যদিকে আলাদা অভিযানে নকল কোর্ট ফি সরবরাহ ও প্রস্তুতকারী চক্রের ৯ জনকে আটক করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের উচ্চপদে চাকরি থেকে অবসর নেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী। অবসরের পর পদ্মা টেডিং কোম্পানি নামক একটি প্রতিষ্ঠান থেকে উচ্চবেতনে চাকরি আমন্ত্রণ আসে তার কাছে। এমন প্রলোভনে পড়ে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় এক কোটি টাকা। এরপর বন্ধ করা দেয়া হয় প্রতিষ্ঠানটি।

শুধু ইদ্রিস আলী নন, এমন অনেকেই এ চক্রের হাতে খুইয়েছেন সারাজীবনের উপার্জিত টাকা। সিআইডি বলছে, কাগুজে প্রতিষ্ঠান খুলে চাকরি দেয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। যাদের মূল টার্গেট আর্থিক প্রতিষ্ঠান থেকে অবসরে যাওয়া ব্যক্তিরা।

বুধবার (০৮ জুন) এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটি জানায়, টাকা হাতিয়ে নেয়ার পর আত্মগোপনে চলে যেত চক্রটি।

এদিকে আরেকটি অভিযানে নকল কোর্ট ফি সরবরাহ ও প্রস্তুতকারী চক্রের নয় সদস্যকে আটক করেছে সিআইডি। জব্দ করা হয়েছে নকল কোর্ট ফি এবং ছাপার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। 


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত