টানা ৯০ দিন পর বাসায় ফিরে যা করলেন সোহান
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১৩:০৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৩১
'নেন ভাই নেন,তাড়াতাড়ি শেষ করেন ভাই ,অনেকদিন পর বাসায় যাবো'- উইকেটের পেছনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের কাছে এমন আবদার করে বসেন কাজী নুরুল হাসান সোহান। তখন অস্ট্রেলিয়ার ৯ উইকেট হারিয়ে ৫৮ রান। ব্যাটিংয়ে জাম্পা। পরে সোহানের কথা রেখেছেন বিশ্বসেরা সাকিব। সাকিবের বলে ক্যাচ আউট হন জাম্পা। আর বাংলাদেশ দল বেশ তাড়াতাড়িই শেষ করে সিরিজের পঞ্চম ম্যাচ।
তবে তাড়াতাড়ি বাসায় ফিরে কি করেছিলেন সোহান? ২০ ওভারের ম্যাচ ১৪ ওভার হবার আগেই শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়ার সুযোগ পায় উভয় দলের ক্রিকেটার। আর বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এই বাড়ি ফেরা লম্বা সময়ের অপেক্ষা শেষে। কারণ জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া সিরিজের জন্য টানা ৯০ দিন ধরে ঘরছাড়া সোহানরা।
অবশ্য সাকিব আবদার রাখলেও নানান কারণে সোমবার রাতে শেষ পর্যন্ত আর বাসায় ফেরা হয়নি তার। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা টিম হোটেল ছেড়েছেন মঙ্গলবার (১০ আগস্ট) । বাসায় ফিরেই একজন অসুস্থ স্বজনকে নিয়ে হাসপাতালে যেতে হয় সোহানকে। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়।
করোনা বদলে দিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এখন ক্রিকেট সিরিজ মানেই জৈব সুরক্ষা বলয় আর হোটেলবন্দি জীবন। যদিও পেশাদার ক্রিকেটার হিসেবে এটাকে বড় কিছু ভাবছেন না সোহান। তবে এটাও মানছেন, লম্বা সময় পরিবারের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকার পর বাসায় যাওয়াটা বড় একটা ব্যাপারে পরিণত হয়েছে।
এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, 'খেলার জন্য যেটুকু ত্যাগ করতে হয় সেটা ত্যাগ বলা যায় না, পেশার অংশ, পেশাদার ক্রিকেটার হিসেবে এটা মেনে নিতেই হবে। তবে এটাও সত্যি, দীর্ঘদিন হোটেলে কাটানোর পরে বাসায় আসা সবার সাথে দেখা করা একটা বড় ব্যাপার এখন।'
সূত্র- বিবিসি বাংলা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত