টানা ২৩ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২২, ১৯:২৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৩ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৫১ জন। দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। শনাক্তের হার দশমিক ৪৫ শতাংশ। আগের দিন ৫ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫১ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৮৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জন।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯ জন। শনাক্তের হার দশমিক ৪০ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১০ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত