টানা দুই দিন করোনায় মৃত্যুশূন্য পার করল বাংলাদেশ
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১৮:৫৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজও কারো মৃত্যু হয়নি। ফলে টানা দুই দিন করোনায় মৃত্যুশূন্য পার করল বাংলাদেশ। এর আগে ৯৬ দিন পর মঙ্গলবার করোনায় মৃত্যুশূন্য দিন ছিল।
ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জনও থাকল। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৮২ জনের শরীরে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন।
করোনাভাইরাস নিয়ে বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭৯টি। শনাক্তের হার ১.৩৮ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। এর আগে মঙ্গলবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২১৭ জনের শরীরে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত