টসের পর ঝুম বৃষ্টি, খেলা শুরু নিয়ে শঙ্কা 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১৪:২৭ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১

প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির বাগড়ায় পুরো ম্যাচ খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় ম্যাচের আগেও পিছু ছাড়ছিল না সেই শঙ্কা। সকাল থেকেই রোদ-মেঘের লুকোচুরি খেলা চলছিল চট্টগ্রামে। অবশেষে টস হতেই দমকা হাওয়ার সঙ্গে নামল তুমুল বৃষ্টি।

ঝড়ো বাতাসের কারণে টসের পরপরই ঢেকে ফেলা হয়েছিল উইকেট ও চারপাশ। কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। 

এদিকে, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। 

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোট শঙ্কা থাকলেও দলে রয়েছেন রনি তালুকদার। অন্যদিকে, একটি পরিবর্তন রয়েছে আয়ারল্যান্ড দলে। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় খেলছেন ফিওন হ্যান্ড।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও অদম্য শক্তি হয়ে উঠছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টিম টাইগার্সের। 

অন্যদিকে, বাংলাদেশ সফরে এসে এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকটি ওভার ছাড়া আয়ারল্যান্ডকে লড়াইয়ের ঝাঁজ দেখাতে দেখা যায়নি। প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়ায় ২ ওভারে ৩২। এই সময়টা বাদ দিলে গোটা ম্যাচে দলটির মধ্যে কোন তেজ ছিল না। তবে দেরিতে হলেও জ্বলে উঠার আশা ছাড়ছে না তারা।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত