টপ অর্ডার থেকে নয়, সেঞ্চুরির প্রত্যাশা সাকিবের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ মার্চ ২০২৩, ১৩:৪২ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশা থাকলেও সেটি পূরণে ব্যর্থ বাংলাদেশ। এই ফরম্যাটে আধিপত্য বিস্তার করা দলটি ইংলিশদের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছে। মিরপুরে দুই ম্যাচ হারের পর চট্টগ্রামে এসে শেষ ম্যাচটিতে জিতলেও সেটি ছিল সান্ত্বনা পুরস্কার! সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ইংলিশদের ৫০ রানে হারানো গেছে। সাকিব ছাড়াও টপ অর্ডারের আরও দুই ব্যাটার মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি পেয়েছেন। তবে ম্যাচ সেরার পুরস্কার হাতে টপ অর্ডার থেকে সেঞ্চুরির প্রত্যাশার কথা জানিয়েছেন সাকিব।

২০০৮ সালের পর প্রথমবার ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজের সব ম্যাচে অলআউট হয়েছে বাংলাদেশ। কোনও ম্যাচেই নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি। প্রথম ম্যাচে ২০৯ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছে ১৯৪ রান। শেষ ম্যাচে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করাতে পারলেও ৫০ ওভার খেলতে পারেনি। পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘আমাদের টপ অর্ডারে যারা ওপরে ব্যাটিং করে তাদের থেকে আমরা সেঞ্চুরির প্রত্যাশা করি। ফিফটি নয় অবশ্যই। এই একটি জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। তাহলে আরও ভালো করা সম্ভব।’

ব্যাটিংয়ে ৭৫ রানের পর বোলিংয়ে ৩৫ রানে ৪ উইকেট- সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সেই মূলত বাংলদেশ জয় পেয়েছে। লিটন দাস দুই ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি। তামিমের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২৩, ৩৫ ও ১১ রান! তিনে নামা নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন। এক ম্যাচে অবশ্য রানের খাতা খুলতে পারেননি। ২ হাফ সেঞ্চুরি নিয়ে সাকিব সর্বোচ্চ ১৪১ রান করেছেন। তাছাড়া মুশফিক প্রথম দুই ম্যাচে রান না পাওয়ার পর সোমবার শেষ ওয়ানডেতে করেছেন ৭০। পুরো সিরিজে খুব ভালো পারফরম্যান্স না এলেও শেষ ম্যাচটি জিতে গর্ব খুঁজে পাচ্ছেন সাকিব।

তিনি আরও বলেছেন, ‘আমরা শেষ ৫-৭ বছর ঘরের মাঠে বেশ ভালো খেলে আসছি। দুর্ভাগ্যজনক আমরা সিরিজটা হেরেছি। তবে এই ম্যাচ থেকে গর্ব খুঁজে নিতে পারি। গর্ব করা উচিত যেভাবে আমরা নিজেদের মেলে ধরেছি।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত