টঙ্গীবাড়ী উপ‌জেলার যশলং ইউ‌নিয়‌নের বায়হাল সরকারী প্রাঃ বিদ্যালয় পরিদর্শন কর‌লেন মমতাজ শাহানা সিরাজী

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১১:০৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:১০

মুন্সীগঞ্জ পিটিআই এর দক্ষ ও অভিজ্ঞ ইন্সট্রাক্টর এবং শিশু সাহিত্যিক মমতাজ শাহানা সিরাজী আজ বুধবার বেলা ১২.০০ টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন। তিনি বিদ্যালয়ে বিকাল সাড়ে ৩.০০টা পর্যন্ত অবস্থানকালে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।  এ সময় উপস্থিত ছি‌লেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ সামছুল আলম, তুষার হো‌সেন, রোকসানা  আক্তার , স্থানীয় সাংবা‌দিকগণ। 

প‌রিদর্শন কালে ছাত্র/ছাত্রী‌দের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ পিটিআই এর দক্ষ ও অভিজ্ঞ ইন্সট্রাক্টর এবং শিশু সাহিত্যিক মমতাজ শাহানা সিরাজী ব‌লেন ,ছাত্র/ছাত্রী‌দের  পড়াশুনায় অ‌ভিবাবক দের নজর দি‌য়ে হ‌বে । সর্বপু‌রি শিক্ষক‌দের  বিদ্যালয়ের  ছাত্র/ছাত্রী‌দের পড়াশুনার ম‌নোযোগ বিকা‌শের জন্য নজর দেওয়ার বিষয়‌টি বি‌শেষ ভা‌বে গুরুত্বারোপ ক‌রেন ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত