টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
প্রকাশ: ২ মে ২০২৪, ১৪:৪৭ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ২০:৪৯
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২রা মে) সকাল ১১ টা হতে মুন্সীগঞ্জের দ্বিতীয় ধাপের দুই উপজেলার প্রতীক বরাদ্দ দেন উপজেলা প্রশাসক আবু জাফর রিপন (বিপিএ)। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী উপজেলার চেয়ারম্যান পদে যারা নির্বাচন করবেন তাদের কে কোন প্রতীক পেলেন তা হলেন, কাজী ওয়াহিদ (কাপ পিরিচ), মাহবুবুর রহমান (মটর সাইকেল মার্কা), মোঃরুবেল খান (আনারস), মোঃ গোলাম রাব্বানী (দোয়াত কলম), মোঃ সাদেকুর রহমান (ঘোড়া), আরিফ হাওলাদার (প্রতীক বরাদ্দ হয়নি)।
এছাড়াও ভাইস চেয়ারম্যান নাহিদ খান (তালা), নুর মোহাম্মদ শেখ( চশমা), রেজাউর রহমান ডিউ (টিয়া পাখি প্রতীক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফারাজানা হোসেন লিজা (ফুটবল), নাছিমা আক্তার (হাঁস), আকলিমা আক্তার (প্রজাপতি), এমিলি পারভিন (কলস প্রতীক)।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের দুই উপজেলায় ২য় ধাপে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে মঙ্গলবার।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত