টঙ্গীবাড়ীর দি‌ঘীড়পাড় ইউপি নিবার্চনে স্বতন্ত্র চেয়ারম‌্যান প্রার্থী আনারস প্রতীক পে‌লেন শামিম মোল্লা 

  লিটন মাহমুদ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০৯:৪৩ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার  দিঘীড়পাড় ইউ‌নিয়‌ন প‌রিষদ নিবার্চনে চেয়া‌ম্যান পদপ্রার্থী আনারস মার্কা প্রতীক প‌ে‌য়েছন ।
 
এ সময় উপস্হ‌িত সাংবা‌দিক দের  বলেন, আল্লাহপাক যেন আমাকে দিঘীড়পাড় ইউনিয়ন বাসী বাসীর সেবা করার জন্য সুযোগ করে দিন। এবং জনপ্রতিনিধি হিসেবে  আমি দিঘীড়পাড় চেয়ারম‌্যান পদ প্রার্থী হয়ে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্ল‌েখ আগামী ২৮ ন‌ভেন্বর টঙ্গীবাড়ী উপ‌জেলার ১২‌টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের নিবার্চন অনু‌ষ্টিত হ‌বে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত