টঙ্গীবাড়ীতে মনোনয়নপত্র জমা দিলেন আ'লীগের প্রার্থী দুলাল
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ১৯:০১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৪
আসন্ন টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোঃ দুলাল। মঙ্গলবার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন বালিগাও ইউনিয়নের তিনবারের নির্বাচিত এই জনপ্রতিনিধি।
এসময় তাকে সমর্থন জানাতে উপজেলা পরিষদ চত্বরে জড় হয় বালিগাও ইউনিয়নের শতশত মানুষ। চেয়ারম্যান প্রার্থী মোঃ দুলাল জানান, গত তিনবার ইউনিয়নের মানুষ আমাকে নির্বাচিত করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা সহ সকল ধরনের উন্নয়ন কর্মকান্ডে নিয়োজিত ছিলাম। গত নির্বাচনেও দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছে। এবার আবার জননেত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছে। সকলের দোয়া আগামী নির্বাচনে বিজয়ী পূর্বের মত জনগনের সেবাই নিয়োজিত থাকবো। যেসব উন্নয়ন কাজ অসম্পূর্ণ রয়েছে সেগুলো সম্পূর্ন করবো।
প্রসঙ্গত হাজ্বী মোঃ দুলাল এর আগেও বালিগাঁও ইউনিয়ন থেকে ৩বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত