টঙ্গীবাড়ীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করলো যুবক

  লিটন মাহমুদ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:০০ |  আপডেট  : ২৯ অক্টোবর ২০২৫, ০০:০১

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ২২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আশিকুর রহমান জীবন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জীবন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মো. বাবুল এর ছেলে।

গ্রেফতারের পর আদালতে ধর্ষনের বিষয়টি স্বীকার করে দোষ শিকারমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত যুবক। টঙ্গিবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আসামি আশিকুর রহমান জীবনকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নির্যাতিত ওই নারীর শরীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চান। এ সময় বাকপ্রতিবন্ধী মেয়েটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ঘটনাটি মাকে বোঝায়। পরে বিষয়টি প্রকাশ পেলে ভুক্তভোগীর মা আত্মীয় আশিকুর রহমান জীবনের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরীক্ষায় তরুণীটি ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে।

টঙ্গিবাড়ী থানার এসআই মো. শাহ আলী বলেন, “মামলার এজাহারে আসামির সঠিক ঠিকানা না থাকলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত