টঙ্গীবাড়ীতে মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ  সেবা সংঘের ৪০ বছর পূর্তি অনুষ্ঠিত

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের উদ্যোগে  ৪০তম  বর্ষপূর্তি  উদযাপন করা হয়।

মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ  সেবা সংঘের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে  শরিফুজ্জোহা পাঠান এর সভাপতিত্বে আমিনুল ইসলাম বেপারীও বি এম সুমন এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ডাক্তার  শামসুল আরেফিন বিশেষ অতিথি ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা  ,আঃ ওসমান গনি ,বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ বেপারী, সাবেক  টঙ্গীবাড়ী উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান এমিলি পারভীন সাবেক টঙ্গীবাড়ি প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট  জাহাঙ্গীর আলম , মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবার সাধারণ সম্পাদক  বিএম সুমন,  নুরুল ইসলাম বেপারী,শামসুল হক মরল, পান্না ব্যাপারী, মাকসুদুর রহমান ,নুর আলম বেপারী ।

 ৯ ফেব্রুয়ারি রোজ শুক্রবার,সকাল ৯ টা হতে দুপুর ১টা  মাধ্যমে উৎসব মুখোর পরিবেশে দিনটি উদযাপন করা হয়।মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা হলরুমে প্রথমে পবিত্র ক্বোরআন তেলোয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভসুচনা করা হয়  ।

টঙ্গীবাড়ীতে মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ  সেবা সংঘের ৪০ বছর পূর্তিতে ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা তার বক্তৃতায় বলেন, মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত ৪০ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত।  মটুকপুর বেপারী বাড়ি সমাজ মাদকের বিরুদ্ধে সবাই একযোগে কাজ করছে, এই সমাজে যারা বসবাস করছে তারা খুবই সচেতন এই সমাজে অনেক মহান মুক্তিযোদ্ধারাও আছে। আমার কথা হল আপনারা একসাথে মিলেমিশে পুরো মটুকপুর গ্রামটাকে এই উপজেলাতে সুন্দর একটা গ্রাম উপহার দেবেন ইনশাআল্লাহ  আমি কথা দিচ্ছি যতটুকু সহযোগিতা  দরকার আমি আপনাদের  সহযোগিতা করব মাদক মুক্ত মটুকপুর গ্রাম আমাদের গর্ব। 
  
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা  রিপোর্টার ইউনিটির সভাপতি জসিম শেখ, নির্বাহী সদস্য আব্দুল কাদের খান,বাবু বেপারী, শরিফ বেপারী, নিলয় ব্যাপারী, সুমন বেপারী , ক্লাবের সদস্যবৃন্দ সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেক কেটে এবং সম্মাননা মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত