টঙ্গীতে বেতনের দাবিতে আন্দোলন, শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৩:০১ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩
গাজীপুরের টঙ্গীতে এক্সপার্ট ভিলেজ লিমিটেড পোশাক কারখানার দুটি ইউনিটের শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এতে অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে মা আওয়ার টাওয়ার এবং আলম টাওয়ারের শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অসুস্থ শ্রমিকদেরকে কারখানা কর্তৃপক্ষ দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।
কারখানা প্রশাসনিক ব্যবস্থাপক (অ্যাডমিন ম্যানেজার) সুজন বলেন, শ্রমিকরা কেন এবং কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তা বলতে পারছি না। আমরা অসুস্থ শ্রমিকদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি। আপাতত তারা শঙ্কামুক্ত। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণে কাজ করছে কারখানা কর্তৃপক্ষ।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ সুলতানা বলেন, অসুস্থ শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্ট, মাথা ঘোরা সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। এখন অনেক শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
প্রসঙ্গত, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় গত রবিবার শ্রমিকরা সারাদিন আন্দোলন করেন। একই দাবিতে সোমবার সকালে কাজে যোগ দিয়েও তারা পুনরায় আন্দোলন করেন। আন্দোলনের মধ্যেই হঠাৎ একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। তবে কী কারণে অসুস্থতা হয়ে পড়ছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত