টঙ্গিবাড়ীতে আওয়ামী লীগের  ত্রাণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  কাজী দীপু, মুন্সীগঞ্জ  

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ২১:৩২ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ধামারণ গ্রামস্থ একতা কোল্ড স্টোরেজ সংলগ্ন স্থানে হাজার বছরের  শ্রেষ্ঠ  বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপিত বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবার বর্গের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকেলে  দোয়া মাহফিল, ত্রাণ, বিতরন ও গণভোজ অনুষ্ঠান তৃনমূল নেতাকর্মীদের মিলন মেলায় রূপ পেয়েছে। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান। 

৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো.  তোফাজ্জল শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন আ"লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. আনিসুর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. জগলুল হালদার ভুতু, আওয়ামী লীগ জেলা শাখার প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, টঙ্গিবাড়ী উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম খান, যুগ্ন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি,  কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক  সভাপতি হাজী আব্দুর রহমান হালদার, বর্তমান কমিটির সভাপতি মো.  মুজিবুর রহমান বেপারী, আ'লীগ নেতা মোতালেব শেখ, গনি ঢালীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত