টঙ্গিবাড়ীতে অটো চালকের গলা কাটা লাশ উদ্বার
প্রকাশ: ১ মে ২০২১, ১৫:০১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের ঈদগাঁওয়ের দহ্মিন পাশে পুকুরের পাড় থেকে আবু রায়হান (১৫) নামে এক অটো চালকের লাশ উদ্বার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
টঙ্গিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্তর জন্য পাঠানো হয়েছে। আবু রায়হান মুন্সীগঞ্জ সদর উপজেলার রামসিং গ্রামের মো, নজরুল খানের ছেলে বলে জানা গেছে। ওসি বলেন, ধারনা করা হচ্ছে, ছিনতাইকারী চক্র চালক আবু রায়হানক গলা কেটে হত্যার পর আটো বাইক ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত