ঝিকুট ফাউন্ডেশন ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব সম্পন্ন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১৩:৪১ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫

ঝিকুট ফাউন্ডেশন ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫ টায় ঝিকুট ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় সিরাজদিখানের বালুচরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। 

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনের নতুন বই পরনারী প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, নারায়নগঞ্জ পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মো. শাহজালাল সাজু (বাউল সাজু), অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুব আলম, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, আজকের বিক্রমপুরের সম্পাদক এমদাদুল হক পলাশ, কবি শিপন হোসেন মানব, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আহমেদ, সিরাজদিখান প্রেসক্লাবের অর্থ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

এছাড়া ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য আতিকুর রহমান নয়নের পরিচালনায় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল, কেন্দ্রীয় পরিষদের নাজির আহমাদ মিয়াজী, সদস্য রবিন, আরাফাত, মুসা, ইকরম প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত