ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন জাতিসংঘের নজরুল ইসলাম

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৫১ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৯

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জাতিসংঘের (অব.) আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে পুনরায় নির্বাচিত হন।সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের পরিচালনায় ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সদস্য সাইয়্যেদুল বাসারের প্রস্তাবে নজরুল ইসলামকে সভাপতি হিসেবে সমর্থন করেন
সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন।

পরে ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের অনলাইন গ্রুপে পুলের মাধ্যমে সভাপতি হিসেবে নজরুল ইসলাম সর্বোচ্চ সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় পরিষদের মাধ্যমে তাকে দুই (২০২৫-২৭) বছরের জন্য ২০০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত