‘জয় বাংলা ধ্বনি’ তে সুনেহরা ও নিরব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১৫:৪৭ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩

ফাইল ছবি

‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সুনেহরা বিনতে কামাল। এই ছবিতে অভিনয় তাঁকে এনে দেয় ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানও। এরপর ‘অন্তর্জাল’ নামের আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সুনেহরার নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের খবর শোনা গেল। ‘জয় বাংলা ধ্বনি’ নামের এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো সরকারি অনুদানে নির্মিত হতে যাওয়া কোনো কোনো চলচ্চিত্রে নাম যুক্ত হয়েছে তাঁর। একই সঙ্গে এই ছবির মাধ্যমে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি হয়ে অভিনয় করা হবে তাঁর।

‘জয় বাংলা’ ধ্বনি চলচ্চিত্রের পরিচালক খ ম খুরশীদ। মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্র ২০২১–২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। ২০ অক্টোবর থেকে শরীয়তপুরে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানালেন পরিচালক। প্রথম লটে টানা এক সপ্তাহ শুটিং হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত