জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু জকোভিচ-নাদালের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২২, ১০:৪৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিসের শুরুটা দারুণ করেছেন দুই সুপারস্টার নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই ইগা শিয়াওতেক দ্বিতীয় রাউন্ডে উঠলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বোরা ক্রেইচিকোভা ও চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নাওমি ওসাকা হেরে গেছেন।

বছরের চতুর্থ এই গ্র্যান্ড স্ল্যাম টেনিসে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে সহজেই হারান। স্পেনিয়ার্ড সুপারস্টার রাফায়েল নাদালের রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম ছোঁয়ার চ্যালেঞ্জে থাকা দু'বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন তারকা ৬-৩, ৬-১, ৬-০ গেমে জয় পান। রেকর্ড ১৩ বারের টুর্নামেন্ট জয়ী নাদালও ৬-২, ৬-২, ৬-২'এ অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে গুঁড়িয়ে দেন। 

মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই ইগা শিয়াওতেক ৫৪ মিনিটেই হারিয়ে দেন ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোরকে। ৬-২, ৬-০'তে জয় পান পোলিশ কন্যা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেক তারকা বার্বোরা ক্রেইচিকোভাকে ১-৬, ৬-২ ও ৬-৩'এ হারিয়ে ফরাসি টিনএজ কন্যা দিয়ান পারি চমক দেখান। আরেক বাছাই জাপানের নাওমি ওসাকাকে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা ৭-৫, ৬-৪'এ হারান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত